হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ঘাস কাটা নিয়ে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনাঘটেছে, এতে উভয় পক্ষের প্রায় ২০ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে। শনিববার (২৩ মার্চ) এ ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে তন্মধ্যে গুরুত্বর আহত ৩ জনকে সিলেট স্যার এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন দুপুরে পূর্ব বিরোধ জেরে ঘাস কাটা কে কেন্দ্র করে ঐগ্রামের হাজী ফেরদৌস গং ও তুফাজ্জুল গং দের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।