Connect with us

মিরর বিশেষ

লাখাইয়ে দু-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।

Published

on

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে ও প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায় শনিবার সকালে তুচ্ছ ঘটনায় তেঘরিয়া গ্রামের মুখলিছ মিয়ার ছেলে জাবেদ (২১) কে মৌবাড়ী গ্রামের আক্কাস মিয়ার লোকজন মারপিট করার সংবাদ তেঘরিয়া গ্রামের প্রচার হলে মুখলিস মিয়ার দলের লোকজন ও মৌবাড়ী লোকজনের সাথে সকাল ১১টায় দু-গ্রামবাসীর মাঝে সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষের ঘটনায় তেঘরিয়া গ্রামের মুখলিস মিয়ার ছেলে জাবেদ (২১) স্বপন মিয়ার ছেলে মুনির মিয়া (৩০) ও খেলু মিয়ার ছেলে বিজয় মিয়া ( ১৮) এবং মৌবাড়ী গ্রামের মৃত শমশের আলীর ছেলে আক্কাস মিয়া (৫০) আহত হয়। ঘটনার পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কে এম মঞ্জুরুল আহসান আহতেদর সাময়ীক চিকিৎসা সেবা আহতদের ছেড়ে দেয়া হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা সেবা নিয়েছেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version