হবিগঞ্জের লাখাই উপজেলার পিলখানা হাওড় এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১মে) স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে লাখাই থানার একদল পুলিশ এ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।বিষয়টি নিশ্চিত করে অত্রথানার উপ-পরিদর্শক(এসআই) শৈলেস চন্দ্র জানান, পুতেরাখা অর্ধমাটির নিচ থেকে ৩৫ ঊর্ধ্ব বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, লোকটির শরীরে রশি মোড়ানো বাঁধ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকান্ড, তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।