Connect with us

জাতীয়

লাখাইয়ে মাঠে মাঠে ধান কাটার উৎসব

Published

on

লাখাই উপজেলার ফসলের মাঠজুড়ে এখন সোনালি ধানের উৎসব। শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। দলবদ্ধভাবে এখন ধানকাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি নারীরাও ধান কাটার কাজে নিয়োজিত হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর  রোপা আমন মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৯ শত হেক্টর জমি।  আবহাওয়া অনুকূল থাকায়  আবাদ লক্ষ্যমাত্রার ছাড়িয়ে গেছে এবং আবাদ হয়েছে ৫ হাজার হেক্টর এর অধিক জমি। এর মধ্যে ব্রিধান১০৩,৮৭,৯০,৭৫,৪৯,৩৯,২২,২৩,, বিনা ধান-৭,১৭ সহ বিভিন্ন ধরনের ধান আবদ হয়েছে।   

ফলন আশানুরূপ হওয়ায় এ বছর এই উপজেলায়  ২০ হাজার ৯৪৩ মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে ৯ হাজার ১৯৫ মেট্রিক টন ধান উদ্বৃত্ত হবে বলে ধারনা করছে এ অধিদপ্তর। 

 এদিকে এরই মধ্যে উপজেলার করাব, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ ইউনিয়ন এর বিভিন্ন মাঠে রোপা  আমনধান কাটা শুরু হয়েছে। ধান কাটাকে সামনে রেখে কৃষক কৃষাণীদের ব্যস্ততা বেড়ে গেছে। ধানকাটা, প্রক্রিয়াজাতকরন ও ধান শুকিয়ে গোলায় ধান উঠানোর কাজে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা।   

রবিবার (২৪ নভেম্বর) সরজমিনে উপজেলার মুড়িয়াউক, বামৈ, ভাদিকারা হাওর ঘুরে দেখা যায় কৃষক শ্রমিক দলবদ্ধভাবে সনাতনী পদ্ধতিতে ধানকর্তন করছেন, আবার  কোনো কোনো কৃষক কম্বাইন্ড হার্ভেস্টার এর সাহায্যে জমির ধান কর্তন করছেন। কৃষকেরা এ ধান ছোটবড় যানবাহনের মাধ্যমে নিজেদের বাড়ীতে নিয়ে যাচ্ছে আবার কেউবা জমির পার্শ্ববর্তি গোপাটে খলায় নিয়ে ধান রোদে শুকাচ্ছ।

কথা হলে কৃষক কামাল মিয়া এ প্রতিবেদককে বলেন, আমার ৩ বিগা জমির ধান কর্তন করা হয়েছে ৪৫মণ ধান হবে বলে আশাকরছি। ধান উৎপাদনে খরচ বেশি, তুলনামূলক লাভ কম। ফারুক নামে আরেক কৃষক বলেন, শ্রমিক সংকট লোক পাওয়া যায় না। শ্রমিকরা মুজরী বেশি চায়, ২বিগা ধান কর্তন করিয়াছি ৬ হাজার টাকা লেগেছে। কম্বাইন্ড হারভেষ্টার মাঠে থাকলেও সিডিউল পাওয়া যায় না। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.  মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাইয়ে চলতি মৌসুমে এযাবতকালের মধ্যে সেরা ফলন হয়েছে রোপা আমনে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি জমির ধান ৮০ শতাংশ পেকে গেলেই যেন ধান দ্রুত কর্তন করেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির