হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে ফুল জাহান (৬২) নামে এক নারীকে হত্যার অভিযোগ ওঠেছে তারই পু্ত্রবধু সুমাইয়া আক্তারের বিরুদ্ধে।
নিখোঁজ ২দিন পর গত ২৮ জানুয়ারী ঐ নারীর বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্ঘে প্রেরণ করে পুলিশ।
এই ঘটনায় গত ৩১ জানুয়ারী মৃত ফুল জাহানের মেয়ে তাহমিনা আক্তার বাদী হয়ে তার ভাইয়ের বউ সুমাইয়া আক্তারকে প্রধান আসামী করে ৩/৪ কে অজ্ঞাত আসামী করে লাখাই থানায় লিখিত এজাহার দায়ের করে, পরে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এর নির্দেশে উপ পরিদর্শক(এসআই) জহির আলী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে প্রধান আসামী সুমাইয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, গ্রেপ্তাকৃত আসামী শুক্রবার (২ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
মৃতের মেয়ে তাহমিনার লিখিত এজাহার সুত্রে জানাযায়, ফুলজাহান এর ছেলের বউ সুমাইয়া আক্তার এর সাথে মোবাইল ফোন করা নিয়ে প্রায় সময়ই ঝগড়া হতো এর জেরের কারনে আমার মা ফুলজাহান কে খুন করা হয়েছে।।
এ বিষয়ে মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) জহির আলী জানান, মামলার তদন্ত অব্যাহত আছে।