লাখাই উপজেলার বুল্লাবাজারের ব্যাবসায়ী আব্দুল মুবিনের উপর করাব গ্রামের দুলাই মিয়ার ছেলে সুদখোর সজল সঙ্গীয় লোকজন হামলা চালিয়েছে। এঘটনায় এ ব্যাবসায়ী বাদী হয়ে ঐ সুদখোরকে প্রধান আসামী করে গতকাল রবিবার লাখাই থানায় অভিযোগ দয়ের করেন।
লাখাই থানার সহ-উপপরিদর্শক (এএসআই) ইলিয়াছ হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ থেকে জানাযায়, আমার এক নিকট আত্মীয় সুদখের সজলের নিকট হইতে সুদে ৩০ হাজার টাকা নিয়ে ছিল। আমি জামিনদার ছিলাম। গত কয়েকদিন পূর্বে সে তাহার টাকা না পাইয়া আমার রাস্তায় আটক করিয়া আমার নিকট টাকা চায়।
এর জেরে তার সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মাহমুদুল হাসান ও সুবীর বিশ্বাস নামক আমার দুই বন্ধুর মাধ্যমে সুদখোর সজলের সমুদয় টাকা পরিশোধ করি। উক্ত ঘটনার জেরে রবিবার (১৭ মার্চ) আমার নিজ বাড়ী হইতে বুল্লা বাজারে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে যাবার প্রতিমধ্যে সুদখের সজল ও তার ভাই উজ্জ্বল মিয়া সঙ্গীয় অজ্ঞাত লোকজন আমাকে মোটর সাইকেল হইতে নামিয়ে মারধর করে, একপর্যায়ে আমাকে অজ্ঞাত পথচারী লোকজন লাখাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এব্যাপারে অভিযুক্ত সুদখোর সজলের সাথে কথা হলে তিনি পরে কথা বলবেন বলে কল কেটেদেন, পরবর্তী আবার কল দিলি তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। পরে লাখাই থানার সহ-উপপরিদর্শক (এ এসআই) ইলিয়াছের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি।