Connect with us

জাতীয়

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিকৃত রোগীদের খাবারের জন্য ডাইনিং রুম ও নার্সদের জন্য লাইব্রেরি উদ্বোধন

Published

on

৫০ শষ্যবিশিষ্ট লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের খাবার গ্রহনের সুবিধা বিবেচনায় নতুন ভবনের ২য় তলায় শীততাপনিয়ন্ত্রিত ডাইনিং রুম চালু করা হয়েছে। 

 পাশাপাশি নতুন ভবনের ৩ তলায় চিকিৎসক (কর্মকর্তা) ও সিনিয়র  স্টাফ নার্সদের চিকিৎসা বিষয়ক পড়াশোনা করতে লাইব্রেরীর কার্যক্রম চালু করেছে অত্র হাসপাতালে কর্তৃপক্ষ। গত রবিবার 

অত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফীন এসব 

উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদির সহ অত্র হাসপাতালের বিভিন্ন স্তরের 

 কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উদ্বোধন এর পর পর ডাইনিং রুম-এ ধারাবাহিক ভাবে রুগীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়। 

নতুন ভবনে ডাইনিং রুম চালু হওয়ার বিষয়ে জানতে ভর্তিকৃত রোগী গণমাধ্যমকর্মী  মনির তার 

অনুভূতি প্রকাশ করে বলেন, ডাইনিং রুম  চালু করার কারনে এখন আর রুমের মধ্যে দুর্গন্ধ,

ময়লা আবর্জনার স্তূপ সৃষ্টি হবে না । সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে অতীতের তুলনায় এখন হসপিটালে। আশাকরি এমন নিয়ম অব্যাহত রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুভুতির বিষয়টা যদি বলি এককথায় অসাধারণ। 

এবিষয়ে জানতে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদিরের সাথে আলাপ করলে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে  চিকিৎসা নিতে আসা ভর্তিকৃত রোগীদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রত্যেকটি রুমের মাঝে দৈনিক

রোগীদের মধ্য থেকে একজন প্রতিনিধি (চেয়ারম্যান) হিসেবে রেখেছি আমরা। রোগীদের বিভিন্ন সমস্যা, খাবারের মান, কোনো রোগী ডাইনিংয়ে  গিয়ে খেতে পারবে কি-না বিষয়গুলো অবগত করতে রোগীদের পক্ষ থেকে আমাদেরকে।

তিনি আরও বলেন, রোগীদের পাশাপাশি নার্সদের চিকিৎসা বিষয়ক পড়াশোনা করতে লাইব্রেরীর শুভ উদ্বোধনও করা হয়েছে।

Exit mobile version