লাখাই মোড়াকরি বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুব্রত দাস কে খুঁজে পাওয়া পাচ্ছেন না তার পরিবার।
গত ১৪,ফেব্রুয়ারি সকাল ৯ টায় একটি আশীর্বাদে যোগাযোগ দিতে নিজ বাড়ি মোড়াকরি গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার(লালপুর)
বিজয়নগর এর উদ্দেশ্যে রওনা হন। তার পর বেলা ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। এর পর থেকেই আর সুব্রত সাথে যোগাযোগ করতে পারছেন না পরিবার। কোথাও খুঁজেও পাচ্ছেন না থাকে। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়ে দেখা
দেখেছেন আর পরিবার কোথাও পাওয়ার যায়নি থাকে। এমন অবস্থা লাখাই থানায় একটি সাধারণত ডাইড়ি করেছে তার পরিবার।
যদি কোথাও সুব্রত কে দেখা যায় তাহলে(০১৩১৪৬৫৯৪১২) এই নাম্বারে বা লাখাই থানায় যোগাযোগ করার আহবান তার পরিবারের।