Connect with us

মিরর বিশেষ

শায়েস্তাগঞ্জে ৫ ট্রাক ভারতীয় চিনি সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Published

on

বৃহস্পতিবার (০৬ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনিসহ আসামীদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এসময় ট্রাকের চালক, হেল্পার ও চোরাকারবারি সহ ১৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলো, সাভার থানার মানিকনগর এলাকার আঃ সামাদের ছেলে নিজাম উদ্দিন (৩৮), মাগুড়া জেলার মুহাম্মদ পুর থানার আরপারা গ্রামের শুকুর জমাদারের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৬), রাজশাহী জেলার জয়কৃণষ্ণপুর এলাকার নমির উদ্দীনের ছেলে মোঃ সাজ্জাদ আলী (৪৫), একই জেলার বেলপুকুর এলাকার কালাম আলীর ছেলে মোঃ তামিম (১৯), সিলেট জেলার জৈন্তাপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে মোঃ হারুন আল হাবিব রশিদ (২৬), রাজশাহীর হলদীগাছী এলাকার ইনছার আলীর ছেলে মোঃ রুবেল আলী (৪০), একই এলাকার হান্নান আলীর ছেলে মোঃ হানিফ আলী (২০), সিলেটের জৈন্তাপুর এলাকার ফয়জুল হাসানের ছেলে ফখরুল ইসলাম (৪২), নওগা হেলার গনেশপুর এলাকার মকবুল মন্ডলের ছেলে মোঃ আকমল হোসেন (২৫), একই জেলার মঙলাপাড়া কলিম উদ্দীন সরকারের ছেলে মোঃ মোয়াজ্জেম আলী (২৫), রাজশাহী জেলার কাটাখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সেলিম রেজা (৪৭), একই জেলার এয়ারপোর্ট এলাকার আজাদ আলীর ছেলে রকি মিয়া (২২), শাহমুদ্দীন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজীব আলী। 

এসময় ৫ টি ট্রাক ভর্তি ১৪৬৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য ৮০ লক্ষ ৫৭ হাজার ৯৫০ টাকা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version