হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
গতকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম জমা দেন।
নিজের ফেসবুক পোস্টে শেখ সুজাত মিয়া বলেন, “এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো বিদ্রোহ কিংবা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়—বরং এলাকার একজন সন্তান হিসেবে মানুষের পাশে থাকার নৈতিক দায়বদ্ধতা থেকেই আমার এই অবস্থান।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমি ক্ষমতার জন্য নয়—মানুষের কল্যাণে, ন্যায় ও সত্যের পক্ষে কাজ করে যাবো।”
গণমাধ্যম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ সুজাত মিয়া বলেন, তার এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, “জনগণই আমার শক্তি, জনগণই আমার সাহস।”
এদিকে তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে নবীগঞ্জ–বাহুবল এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।