হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা আওয়ামিলীগ সভাপতি কাকাইলছেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূইয়ার হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় কাকাইলছেও বাজারে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এই ঘটনা ঘটে।
নিজের নাগরিক সনদে সাক্ষর নিতে যান জাতীয় দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপন। এ সময় সাক্ষর না দিয়ে চেয়ারম্যান এই সাংবাদিকের সাথে অসদাচরণ করেন বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকের।
আমিনুল ইসলাম আপন জানান আমি সাক্ষর নিতে গেলে তিনি আমাকে বলেন তোর মনে আছে আমার বিরুদ্ধে নিউজ করেছিলে তাই আমি সাক্ষর দিবো না, আপন বলেন তিনি আমাকে আরও বলেন তুই কেন তোর থেকে বড় বড় সাংবাদিক আমার বিরুদ্ধে নিউজ করে কিছু করতে পারে নি।
।জানা যায় চেয়ারম্যানের এলাকার চলাচলের সড়কের ব্যাহাল অবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নাগরিক সনদে সাক্ষর দিতে অস্বীকার করেন চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূইয়া। কেন সাক্ষর দিবেন না এমন প্রশ্নে তিনি ( চেয়ারম্যান ) সকল সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করেন বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।
এই বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূইয়া সাক্ষর না দেওয়ার কথা স্বীকার করলেও সাংবাদিকদের গালাগালির কথা অস্বীকার করেন। চেয়ারম্যান বলেন সে যে কাজ করেছে তাকে কি করা উচিৎ, তিনি আরও বলেন আমি তাকে আধ ঘন্টা পরে আসতে বলি কিন্তু সে বার বার আসছিলো, চেয়ারম্যানের দাবী সড়ক নিয়ে নিউজটি মিথ্যা ছিলো।