হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাতের অন্ধকার নামতেই বাড়ছে অপরাধের মাত্রা। মাদক চোরাচালান, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, সবকিছু জানার পরও থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। এ দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের গা-ছাড়াভাবে গত ৫ ফেব্রুয়ারী ডাকতের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী।
শায়েস্তাগঞ্জের বিভিন্ন জায়গায় মাদকের রমরমা ব্যবসা চলছে প্রকাশ্যে। জানা গেছে, সন্ধ্যার পর থেকেই গোপন আস্তানায় বসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের কারবার। বিশেষ করে রেলস্টেশন, পুরাতন বাজার এবং আলিপুর শিল্প এলাকয় মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসা দিনের পর দিন বাড়ছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের চালকরা প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন। রাতের বেলায় নির্জন রাস্তায় চলাফেরা করা এখন একপ্রকার দুঃসাহসের কাজ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহাসড়ক ও সংযোগ সড়কগুলোতে ডাকাত দলের তৎপরতা বেড়েছে।
শায়েস্তাগঞ্জের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠছে এবং অপরাধের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে।
শায়েস্তাগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, পুলিশের টহল বৃদ্ধি, ডাকাতি এবং মাদক চোরাচালান বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা জরুরি। অন্যথায়, শায়েস্তাগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসর ইনচার্জ দিলীপ কান্ত নাথের মোবাইল নাম্বার একাদিকবার যোগাযোগ চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
Take a look
March 5, 2025 at 6:36 am
Generally I do not learn article on blogs, however
I wish to say that this write-up very compelled me to check out and do it!
Your writing taste has been amazed me. Thank you, very nice article.