হবিগঞ্জের মিরপুরে অবস্থিত আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের পক্ষ থেকে প্রতিষ্ঠানের হিসাবরক্ষকের ছোটভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষকদের দাপ্তরিক নির্দেশনা দেওয়ার বিষয়টি নিয়ে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, গত ২৭ অক্টোবর কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন ও প্রভাষক মো. আব্দুল হাই ভূইয়া স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়— কলেজের হিসাবরক্ষক মো. মোহিত মিয়া, গ্রাম বনগাঁওয়ের ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) ও বৌভাত ১ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলেজের সব শিক্ষক-কর্মচারীদের দাওয়াত দেওয়া হলো।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর নানা মহলে সমালোচনা ও তীব্র ক্ষোভ তৈরী হয়েছে। কেউ কেউ বলছেন, এটি সরকারি দপ্তরের নিয়ম-নীতি ও প্রশাসনিক শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমির উদ্দিন বিজ্ঞপ্তি প্রকাশের কথা স্বীকার করে বলেন, ‘সরকারি প্যাডে বিজ্ঞপ্তি দেওয়া যায় কি-না আমার জানা নেই