Connect with us

মিরর বিশেষ

মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Published

on

ছবি | মাদক ব্যবসায়ী নাসির আহমেদ খোকন

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রোববার বিকেলে  মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. জাকির হোসেন (৩৫)  মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে তাকে হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে সাংবাদিক জাকির হোসেনকে লেখালেখি বন্ধ করতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সহযোগী নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক জাকির হোসেন জানান, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযুক্ত নাসির আহমেদ খোকন তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর মোর্শেদ খান জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিধি মোতাবেক  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির