Connect with us

সারাদেশ

সাংবাদিকদের সাথে হবিগঞ্জের নতুন  জেলা প্রশাসকের মতবিনিময়

Published

on

হবিগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান মতবিনিময় করছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বৈষম্য ছাত্র – জনতা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

এ সময় সাংবাদিকরা হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের প্রতি নজর প্রদান, সদর হাসপাতালে প্রবেশপথের ভাংগা স্থান গুলো মেরামত, অবৈধ ভাবে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতালের প্রতি আইনগত ব্যবস্থা, অবৈধ ভাবে অপরিকল্পিত ইট ভাটা তৈরী সেদিকে নজর দিয়ে আইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় বন্ধ করা, টমটম, অটো রিক্সা,জেলা প্রশাসকের অন্তর্ভুক্ত বিভিন্ন দপ্তরের দুর্নীতবাজদের প্রতি আইনগত ব্যবস্থা, হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী দখল মুক্ত করে লেক করার আশ্বাস, শহরের ভিতরে অপরিকল্পিত বিভিন্ন রাস্তাঘাট পুনঃ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা আরো বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসককে অবগত করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশ এগিয়ে নিতে কাজ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ  প্রসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সেক্রেটারি পাভেল খাঁন চৌধুরী, সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হারুনুর রশীদ চৌধুরী, সোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুল হালিম প্রমুখ।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version