জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেকের মমতাময়ী মা মোছা. রহিমা খাতুন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে উপজেলার পূর্ববুল্লা গ্রামে নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ আসরের নামাজের পর বুল্লা শাহ বায়জিদ রহ. মাজার মাঠপ্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেশি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, সাংবাদিক মহসিন সাদেকের মায়ের মৃত্যুতে লাখাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শিপার মাহমুদসহ লাখাই উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।