Connect with us

জাতীয়

হবিগঞ্জে খোয়াই হাসপাতালের লোভে মায়ের গর্ভে সন্তানের মৃত্যু!

Published

on

হবিগঞ্জ শহরের খোয়াই জেনারেল হাসপাতালে সিজার করতে কর্তৃপক্ষের গাফিলতির কারণে মায়ের গর্ভে শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। পরবর্তীতে, শিশুটির মৃতদেহ অন্য একটি হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে খালাস করা হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হাফিজ খান তার স্ত্রীর সিজারের জন্য বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের খোয়াই জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন পরিক্ষা শেষে জানায় মা ও সন্তান ভালো আছে। রাত ৮টায় প্রসূতিকে সিজারের প্রস্তুতি হিসেবে রোগীকে হার্ডসল স্যালাইন ও ইনজেকশন দেন চিকিৎসা। অপারেশন ত্রিয়েটারে নেয়া হয় রাত ১০টায়৷ প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর এন্যাস্তেশীয়া মেশিনে ত্রুটি দেখা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মেশিনের ত্রুটি সমাধানের পর অপারেশন করা হবে৷

রোগীর অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু খোয়াই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কোন সমস্যা হবে না। পরে রোগীকে তাদের এক নিকট আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

সকালে পুণরায় প্রসূতিকে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ অন্য স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে প্রসূতিকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে দেখা যায় প্রসূতির গর্ভের সন্তান মারা গেছেন।

প্রসূতির স্বামী হাফিজ খানের অভিযোগ রাতে হার্ডসল স্যালাইন ও ইনজেকশন দেয়ার পর অপারেশন না করার কারণেই বাচ্চার মৃত্যু হয়েছে। এমন খবর শুনে খোয়াই হাসপাাতালে গেলেও দায়িত্বশীলল কাউকে পাননি তিনি।

 খোয়াই হাসপাতালে প্রায় ২ ঘন্টা অবস্থান করার পরও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

বিকেলে শহরের একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে শিশুটির মৃতদেহ খালাস করা হয়।

হাফিজ খান বলেন, আমরা বার বার বলেছি তাদের হাসপাতালে না হলে আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা আমাদের বলেছিল এই হাসপাতালেই হবে। কিন্তু ১ দিন পর তারা আমাদের বলেছে অন্য হাসপাতালে নিয়ে যেতে। আর এত সময়ে আমার বাচ্চাটা মারা গিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। 

তিনি সংশ্লীষ্ট কতৃপক্ষের কাছে অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম বলেন, ভোক্তভোগীরা অভিযোগ দিলে আমরা রোববারে যতাযথ ব্যবস্থা নিবো। 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version