শহরে টমটম অটোরিক্সসহ ১ চোরকে আটক করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চুনারুঘাট উপজেলার দুর্গাপুর এলাকার সেবুল মিয়া নামের এক টমটম চালক রোগী নিয়ে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে নিয়ে আসে।
সেখানে টমটমটি রেখে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছুক্ষণের মাঝেই ৩/৪ জন চোর টমটমটি নিয়ে চম্পট দেয়। এ সময় সাংবাদিক রহিমসহ কয়েকজন যুবক রুয়েল মিয়া নামের এক চোরকে ধরতে সক্ষম হয়।
তবে তারা টমটম গাড়ীসহ অন্যান্যদের আটক করতে পারেনি। পরে উত্তম মধ্যম দিয়ে চোর রুবেলকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। আটক টমটম চোর রুয়েল শায়েস্তানগর মোকামবাড়ী এলাকার ভাড়াটিয়া। সে এর আগেও একটি টমটম চুরির মামলায় হাজতবাস করেছে বলে জানা গেছে।