Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে সাবেক মেয়র সেলিম ১দিন ও শংখ শুভ্র ২ দিনের রিমান্ড মঞ্জুর!

Published

on

হবিগঞ্জে সাবেক মেয়র সেলিম ১দিন ও শংখ শুভ্র ২ দিনের রিমান্ড মঞ্জুর! 

স্বপন রবি দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে রিমান্ডে নেয়ার আগে ও পওে তার স্বাস্থ্য পরিক্ষা করার নির্দেশও দিয়েছেন।

অপর দিকে, আওয়ামী লীগ নেতা শংখ শুভ্র রায়কেও কারাগারে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিচারক। 

বুধবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর ভারপ্রাপ্ত বিচারক আব্দুল আলিম এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআর আব্দুল কাদের।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনসহ একাধিক আইনজীবী ও বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোটকে নুরুল ইসলাম ও এডভোকেট আফজাল হোসেনসহ বিএনপি আইনজীবী প্যানেল।

বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ কারাগার থেকে আতাউর রহমান সেলিম ও শংক শুভ্র রায়কে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। পরে তাদেরকে এজলাসে তোলা হলে মোস্তাক হত্যা মামলায় শংক শুভ্র রায়ের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে তার আইনজীবী এড. বিজন বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। বিচারক পর্যালোচনা শেষে শংককে কারগারে ২দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

পরে রিপন শীল হত্যা মামলায় আতাউর রহমান সেলিমের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলায় তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে বিচারকের কাছে বিভিন্ন যুক্তি তোলে ধরেন এড. বিজনসহ একাধিক আইনজীবী।

পরে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট নূরুল ইসলাম রিমান্ডের পক্ষে কথা বলেন। এবং কেন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন তা তোলে ধরেন। উভয় পক্ষের আইনজীবীর বিভিন্ন যুক্তি শুনে বিচারক সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই রিমান্ডে নেয়ার আগে ও পরে তার স্বাস্থ্য পরিক্ষা করানোরও নির্দেশ দিয়েছেন।

শুনানি শেষে আসামী পক্ষে আইনজীবী এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও বাদি পক্ষের আইনজীবী প্যানের সদস্য এডভোকেট আফজাল হোসেন মামলায় ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির