হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এতে করে হোটেলের পরিবেশ নষ্ট হচ্ছে।
বিষয়টি পুলিশের নজরে এলে গত বুধবার রাতে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়। এ সময় কলগার্ল সুমনা বেগম (২৫) ও খদ্দের আব্দুল মোতালিব (৩০) কে আটক করা হয়।
এ ছাড়াও সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহজনক ও এজাহারভুক্ত আসামি শাহাজাহান মিয়া, আল আমিন, জিয়াম উল্লাসহ আরও কয়েকজনকে আটক করে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। ওসি জানান, যেখানেই অপরাধ, সেখানে পুলিশের অভিযান চলবে।