Connect with us

জাতীয়

হবিগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী জিল্লুর রহমান আজমীকে শোকজ

Published

on

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান আজমীকে শোকজ করেছে নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নির্বাচন কমিশনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়। গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দৌলতপুর ইউনিয়নের কাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসমাগমের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জিল্লুর রহমান আজমীর অনুদানে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে দলীয় ব্যানার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে সেখানে প্রার্থী ও দলের পক্ষে দোয়া কামনা করা হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ৫ জানুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউজের কনফারেন্স রুমে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version