দীর্ঘ ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে শেষ হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক পদে সামসুল ইসলাম মতিন নির্বাচিত হয়েছেন। পরাজিত হন আবুল কালাম ও এম এ মন্নান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকীসহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার পৈল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে শুরু হয় ভোটগ্রহণ। আওয়ামী লীগ সরকারের পতনের পর হবিগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত এ কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন। কাউন্সিলে সদর উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আজিজুর রহমান কাজল ও আবুল কালাম। সাধারণ সম্পাদক পদে এম এ মন্নান ও আব্দুল মতিন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন নির্বাচিত হন।