Connect with us

মিরর বিশেষ

ইদুঁরের বুলেট খেয়ে এক যুবকের মৃত্যু!

Published

on

নবীগঞ্জ উপজেলার মান্দার কান্দি গ্রামে পরিবারের সঙ্গে অভিমান করে ইঁদুরের বিষ খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম অচিন্ত পাল (২২।সে কালিয়ার ভাঙা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামের মৃত অভিনাশ পালের ছোট ছেলে।

মৃত অচিন্ত পালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অচিন্ত পাল নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পান ব্যবসায়ি ।

নিহতের বড় ভাই অসিম পাল বলেন, গত কিছু দিন আগে হঠাৎ করে তার কয়েক লাখ টাকা ঋণ করে ফেলে লোক মুখে শুনতে পায় সে অনলাইন জুয়ার আসক্ত হয়ে পড়েছে। তার ঋণের ৭-৮ লাখ টাকা পরিশোধ করি। এবং তার দোকানের জন্য আবার টাকা দেই এবং সে আবার নতুন করে পান ব্যবসা শুরু করে।

পরিবার ও প্রতিবেশি থেকে জানা যায়। গত সোমবার সন্ধায় অচিন্ত পাল তার জমি বিক্রি করতে চায়, পরিবার জমি বিক্রি করতে বাঁধা দিলে সবার অগোচরে
ইদুর মারার বুলেট খেয়ে ফেলে।

কিছুক্ষণ পর শরীরে অস্বস্তি বোধ করলে এবং ইঁদুরের বিষ খেয়েছেন বলে তাদের জানালে তাঁরা উদ্ধার করে
প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়। ।

নিহতের এক আত্মীয় বলেন,তার বাবা নেই মা এবং ভাই আছে তাদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল। হঠাৎ কেন বিষ খেল, বুঝতে পারছি না।’ কিন্তু সে অনলাইন জুয়ার আসক্ত ছিল।তার ভাই প্রচুর ঋণ মানুষকে দিয়েছে।

নবীগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ দুলাল আহমেদ চৌধুরী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যেহেতু সিলেট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটা আর আমাদের দায়িত্বে নেই, তার পরিবারের কেউ যদি অভিযোগ দায়ের করে তাহলে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version