Connect with us

জাতীয়

লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Published

on

লাখাইয়ে র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ খ্রীঃ পালিত হয়েছে। লাখাই উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ কর্মসূচি আয়োজন করে। দিবসটি উপলক্ষে”আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে  রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়, পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপত্বি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় ঐ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তার বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলার অন্যতম হল নিজে সচেতন হওয়া অন্যকে সচেতন করা, এবং সচেতনতামূলক প্রচার ও তাল গাছ রোপন করা, বিদ্যুৎ চমকালে দ্রুত নিরাপদ জায়গায় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন:- উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজিব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সহকারী শিক্ষক বশির আহমেদ, স্কুল শিক্ষার্থীর পক্ষে তানজিনা আক্তার, সাংবাদিক আলী নোয়াজ, বাহার উদ্দিন, আবুল কাশেম, উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির