Connect with us

আইন - আদালত

বানিয়াচংয়ে ৬৩ বোতল মদসহ দুই ব্যবসায়ী আটক

Published

on

বানিয়াচংয়ে ৬৩ বোতল মদ, অটোরিজসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২ ঘটিকার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়ে উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের প্রতাকি রায়ের পুত্র প্রসঞ্জিত রায় (২৭) ও হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের দরবেশ আলীর পুত্র আবুল কালাম (৫০) কে আটক করে।
আটকৃতদের বিরুদ্ধে নিয়কি জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ৬৩ বোতল বিদেশী রয়েল স্টেজ ডিলাভ উইস্কি মদ জব্দ করে।

এসময় ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও তাদের সঙ্গীয় উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের অজিত দাসের পুত্র উত্তম দাস (২৮) পালিয়ে যায়। পলাতক উত্তম দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির