Connect with us

আইন - আদালত

চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর 

Published

on

লাখাই উপজেলার শুনেশ্বর গ্রামে বন্ধ থাকা ব্যবসায়ির বাড়িতে চুরি করতে গিয়ে লেবু মিয়া (৩০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শুনেশ্বর গ্রামের ব্যবসায়ী হাদিস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।কবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাখাই থানা পুলিশ।

আটককৃত লেবু মিয়া শুনেশ্বর গ্রামের সাজু মিয়ার ছেলে বলে জানা গেছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, হাদিস মিয়া একজন ভাঙ্গারী ব্যবসায়ী। হাদিস মিয়া তার পরিবার নিয়ে সিলেটে থাকে। তার খালি বাড়িতে তালা বদ্ধ করে রেখে যায়। চোর লেবু মিয়া দীর্ঘদিন ধরে হাদিস মিয়ার ঘরের চালের টিন খুলে ওই ঘরে ঢুকে চুরি করে এবং এই ঘরে থাকা খাওয়া ও ঘুমায়।২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ ঘটিকার সময় হাদিস মিয়ার স্ত্রী বাড়িতে আসলে গেইট খুলে ঘরের রুমে প্রবেশ করলে দেখে চোর লেবু মিয়া তার রুমের মধ্যে ঘুমানো অবস্থায় আছে। তখন ভয়ে হাদিস মিয়ার স্ত্রী চিৎকার করলে জনতা এসে চোর লেবু মিয়া কে আটক করে।হাদিস মিয়ার স্ত্রী জানান, আমার ঘরে থাকা টাকা-পয়সা, সোনা-দানা, হাড়ি-পাতিল, টিউবলসহ যা কিছু আছে সব কিছু চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে লাখাই থানার এস আই মো.খাইরুল ইসলাম বলেন, চুরি করে জনতার হাতে এক চোর আটক হয়।থানায় অভিযোগ হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির