Connect with us

আইন - আদালত

মাধবপুরে মাটি উত্তোলন করায় জরিমানা

Published

on

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ আরফাতুল মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন।
দন্ডপ্রাপ্ত আরফাতুল মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুয়াবই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ধর্মঘর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে অবৈধ মাটি ট্রাক আটকে গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করলে গণমাধ্যম কর্মীরা নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করে।

উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হয়ে মনতলা ভূমি অফিসের ইউনিয়ন উপসহকারী ভূমি অফিসার মুজিবুর রহমানকে ঘটনাস্থলে পাঠান।এরপর ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম ওই ব্যক্তিকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল আইনের ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির