দেয়াল রক্ষায় শুক্রবার ছুটির দিনে নিরবে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের আঙিনায় থাকা ৯টির মধ্যে ৫টি গাছ কেটে ফেলায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রায় ৪০ বছরের পুরনো গাছগুলো কেটে ফেলার জন্য গত ২৫ ফেব্রুয়ারি পরিষদের মাসিক সভায় ৬৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে কর্মকর্তা মতপ্রকাশ করেন। সে অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বড় বড় ৫টি গাছ কেটে ফেলেছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের পছন্দের ঠিকাদারের লোকজন।
এদিকে গাছ কাটার খবর শুনে পরিবেশকর্মী ও ছাত্রছাত্রীরা জেলা পরিষদ মিলনায়তনে এসে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গাছকাটা কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম বলেন, গাছগুলোর কারণে মিলনায়তনের সীমানা দেয়ালের ক্ষতি হচ্ছিল। তবে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় বাকি গাছগুলো কাটা স্থগিত করা হয়েছে।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও হবিগঞ্জের ডিসি ড. ফরিদুর রহমান বলেন, বয়সের কারণে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় তা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।