আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজিউরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (০২ জানুয়ারি) রাজিউরা ইউনিয়নের সাধুর বাজারে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান গণি, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া ।
উসমান গনি বলেন , বর্তমান সরকারের পাতানো নির্বাচনে বিএনপিসহ দেশের সাধারণ জনগণ ভোট দিতে যাবে না। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো।
তিনি আরও বলেন, এই একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। তাইতো সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।