হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিশেষ করে সকালে স্কুল, অফিসগামী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। রিকশা ও অন্যান্য যানবাহন চালকেরা বৃষ্টির মধ্যেই রাস্তায় চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কাও করছেন অনেকেই।