Connect with us

জাতীয়

হবিগঞ্জে রাজনৈতিক মুক্ত শচীন্দ্র কলেজেছাত্রদলের কমিটি ঘোষণা, ফেসবুকে সমালোচনার ঝড়

Published

on

হবিগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক মুক্ত শচীন্দ্র কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ আগস্ট হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রিংগন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকে মন্তব্য করছেন— দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবমুক্ত হিসেবে পরিচিত এ কলেজে হঠাৎ ছাত্ররাজনীতির কমিটি গঠন অযৌক্তিক এবং শিক্ষার পরিবেশের জন্য হুমকি হতে পারে।

তবে জেলা ছাত্রদল নেতাদের দাবি, সংগঠনকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত করবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির