বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক মুক্তিজোটের আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম খোকন।
এসময় উপস্থিত ছিলেন- মুক্তিজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন, পল্টন থানা শ্রমিক মুক্তিজোটের আহ্বায়ক মো. ছাদিকুল ইসলাম, মাধবপুর চৌমুহনী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাগর আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন প্রধান অতিথির বক্তব্যে বলেন- ডান-বাম নয়, হাঁটতে হবে বাংলাদেশ বরাবর- এই শ্লোগানে আমরা বিশ্বাস করি। এজন্য বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট হবিগঞ্জ-৪ আসনসহ জেলার ৩টি আসনে সংসদ সদস্য প্রার্থী প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৩০০ আসনেই আমাদের দলের প্রার্থী থাকবে। আমাদের প্রতীক ‘ছড়ি’। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভিনদেশের উপর নির্ভরশীলতা কমাতে হবে।
তিনি আরো বলেন- চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের মত ছোট রাজনৈতিক দলগুলোর সামনেও সুযোগ এসেছে। আমরা একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত নির্বাচনে আমরা অংশ নিতে চাই। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাব বলে আশা করছি।