Connect with us

জাতীয়

তরুণীর প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

Published

on

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে চলে এসেছেন এক চীনা যুবক।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সুরমা আক্তারের প্রেমে পড়ে চীন থেকে ছুটে এসেছেন ওয়াং তাও নামের ওই যুবক।

জানা গেছে, নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে, ওয়াং তাও চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাওয়ের ছেলে।

প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হলে ওয়াং তাও বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেন এবং শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সুরমার পরিবারের সদস্যরা তাকে নিজ বাড়িতে নিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চীনা যুবককে একনজর দেখতে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় সুরমার বাড়িতে।

সুরমার মা নুরেনা বলেন, “মেয়ের ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছে ওই যুবক। সে কোনো ধর্ম মানে না, তবে মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। রোববার মুসলিম রীতি মেনে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে তাদের বিয়ে হবে।”

এ বিষয়ে নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, “চীনা যুবক আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হই তিনি চীনের নাগরিক। শুনেছি রোববার আদালতে তাদের বিয়ে হবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির