Connect with us

জাতীয়

হবিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

Published

on

নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসাইন আহমদ (৫০) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হোসাইন আহমদ দক্ষিণ গজনাইপুর গ্রামের মৃত তছকির উল্লাহর ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে জনতার বাজারে যাচ্ছিলেন তিনি। দেওপাড়া ‘স’ মিলের সামনে পৌঁছালে ধানবোঝাই ট্রাক্টরটি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির