বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ করেছে। যার মোট সিজার মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে সীমান্ত হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।
পরবর্তীতে সকাল আনুমানিক ০৯ টার সময়ে ০১টি ডিআই ছোট পিকআপ গাড়ী আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে গোখাদ্যর বস্তার আড়ালে লুকিয়ে পরিবহনকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরাসহ যানবাহনটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৭ লক্ষ ২০ হাজার টাকা।
হবিগঞ্জে ১ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় গাাঁজা, মদ ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
জব্দকৃত পণ্য ও আটককৃত গাড়িটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।