Connect with us

কৃষি ও প্রকৃতি

লাখাইয়ে হাওরে আসা বানরকে পিটিয়ে হত্যা 

Published

on

লাখাই উপজেলার ১নং ইউনিয়নের বাওয়া বিলে চলে আসা একটি বানরকে আটক করে পিটিয়ে হত্যা করার মতো ঘটনাঘটেছে। গতকাল রবিবার বিকালে ওই বিল এলাকায় বানরটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন রুহিতনসী গ্রামের কবির মিয়ার ছেল কৃষক সাদিকুর মিয়া (৫০)। পরে মৃত বানরটিকে টেনে হেঁচড়ে রুহিতনসী গ্রাম সংলগ্ন আঞ্চলিক সড়কে  রাখা হলে স্থানীয় লোকজন ও শিশু কিশোরেরা দেখে ভিড় জমায়, পরে একটি খালের পাড়ে ফেলে দেয়া হয়।

বানর হত্যার বিষয়টি স্বীকার করে সাদিকুল মিয়া  এক ভিডিও বার্তায় অভিযুক্ত ব্যক্তি…. বলেন, আমি বাওয়া বিল এলাকায় মাছ ধরতে যায়। এসময় একটি বানর ঘোরাফেরা করতেছে দেখতে পেয়ে কয়েকজন মিলে ধাওয়া দিয়ে আটক করি। পরে বানরটিকে বিক্রির উদ্দেশ্য বাড়ি নিয়ে যাবার চেষ্টা করলে বানরটি হটাৎ আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লাঠিসোঁটা নিয়ে বানরটিকে পূনরায় ধাওয়া দিয়ে আটক করে বেদরক মারধর করলে বানরটি মারা যায়।

মনিরুজ্জামান নামে একজন বলেন, পাহাড়ি  এলাকায় খাদ্য সংকটের কারনে বানরসহ অন্যান্য প্রাণি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। তবে প্রাণি গুলোকে মারা ঠিক নয়।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা ড. জহিরুল হক শাকিল বলেন, ‘হবিগঞ্জের প্রকৃতির সৌন্দর্য হলো এই বানর। এভাবে নিরীহ প্রাণীকে হত্যা করা মেনে নেওয়া যায় না।সরকার বন্য প্রাণী রক্ষায় নতুন আইন করেছে।যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

লাখাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ ইসলাম বলেন, বিষয়টি আপনি প্রাণিজ সম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।

এবিষয়ে কথা হলে হবিগঞ্জ জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ডাঃ মাহমুদ হৌসাইন বলেন আমরা কিছুদিনের মধ্যেই একটি সচেতন মূলক সভা করব জনসাধারণকে আপনারা বুঝান বন্যপ্রাণী যাতে না মারে। 

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির