হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন আলোচিত ইসলামী বক্তা মুফ্তি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি ।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বৃহত্তর সুন্নি জোট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন আত তাহেরির নাম।
১৮ ডিসেম্বর’২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় বৃহত্তর সুন্নী জোট এর সভায় সর্বসম্মতভাবে নিম্নোক্ত প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি বি এস পি এর অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য এড, আবু নাছের তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওসমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমূখ।
প্রার্থী ঘোষণা হতেই মাধবপুর ও চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এ আসনে একটি গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ প্রার্থী মনোনীত হওয়ায় স্থানীয় সাধারণ জনগণ মনে করছেন, এবারের নির্বাচনে সুন্নিজামাত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।
প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
চুনারুঘাট উপজেলা যুব সেনা সভাপতি সাংবাদিক সুলতান খান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কেন্দ্রীয়ভাবে মুফ্তি আত্ব তাহেরিকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে।তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব।