Connect with us

রাজনীতি

হবিগঞ্জ-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সুজাত

Published

on

হবিগঞ্জ-১ আসনে বিএনপি’র দলীয় প্রার্থীর প্রতি সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে দ্বিতীয় দফায় সাক্ষাৎ করেন শেখ সুজাত মিয়া। দলীয়ভাবে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আগেই অনুরোধ করা হয়। তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া হবে বলেও দলের তরফে আশ্বাস দেয়া হয়। এই আশ্বাস পেয়েই সাবেক এই এমপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আগামীতে আবারও তারেক রহমানের সাথে শেখ সুজাতের সাক্ষাতের কথা রয়েছে। 
অপর একটি সূত্র জানায়, সাক্ষাতকালে শুরু থেকেই শেখ সুজাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপির কাছে শর্ত ছুড়েন। শর্তানুযায়ী তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার আশ^াস দেয় বিএনপি। ফলে আগামী জেলা বিএনপির কমিটিতে গুরুত্বপুর্ণ পদে অতিষ্ঠিত হচ্ছেন তিনি। 
গতকাল মানবজমিনের সঙ্গে আলাপে শেখ সুজাত মিয়া বলেন, ‘দলের চেয়ারম্যান আমাকে সম্মান দিয়েছেন। এটি আমার জন্য বড় পাওয়া। সামনে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আবারো সাক্ষাৎ হবে বলে তিনি জানান। 
উল্লেখ্য, হবিগঞ্জ-১ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হয়েছে ড. রেজা কিবরিয়া। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে এ আসন গঠিত। ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্র্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জেলা বিএনপির পদত্যাগকারী যুগ্ম-আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। অন্যদিকে ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী ভোটের মাঠে থাকায় তাদের মধ্যে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির