Connect with us

সারাদেশ

নানার জানাজা দেখতে গিয়ে প্রাণ গেল মাহিমের

Published

on

হবিগঞ্জের মাধবপুরে বাড়ি লোহার গেইটে উঠে নানার জানাজা নামাজ দেখতে গিয়ে গেইট খুলে  চাপা পড়ে মাহিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত‍‍্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এঘটনা ঘটে।নিহত মাহিম উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

শাহজাহান ইউনিয়নের নারী সদস‍্য কমলা বেগম জানান নাজিরপুর গ্রামের অসুস্থ জিতু মিয়া  রোববার সকালবেলায়  ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্হায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে  তাসলিমা বেগম ছেলে মাহিম সহ  মীরনগর থেকে বাবার মৃতদেহ  দেখতে যান। যোহরবাদ জিতু মিয়ার জানাজা নামাজ বাড়ি পাশে অনুষ্ঠিত হওয়ার সময় শিশু মাহিম বাড়ির লোহার গেইটে দাড়িয়ে নানার জানাজানামাজ দেখছিল। হঠাৎ পুরাত গেইট খুলে পড়ে যায়।এতে মাহিম চাপা পড়ে। মূমুর্ষ অবস্হায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী  বিভাগে  নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক  মাহিম কে মৃত ঘোষনা করেন।

মাধবপুর থানার এস আই মিজান  বলেন, এ ব‍্যপারে  কোন পরিবারের অভিযোগ  নেই। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির