Connect with us

সারাদেশ

হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজি

Published

on

হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজিতে শহরবাসীর নাভিশ্বাস উঠেছে। গরম পড়তে না পড়তেই এখন প্রতিদিন রুটিন করে বিদ্যুত নেয়া হচ্ছে। ইফতার, তারাবিহ ও সাহরি সব সময়ই হুট করে চলে যাচ্ছে বিদ্যুত।

অথচ রমজানের আগে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এখন রমজান প্রায় শেষের পথে হলেও শুরু থেকেই এমন পরিস্থিতি দেখা যায় হবিগঞ্জে। সামান্য বাতাস কিংবা বৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে চলে যায় বিদ্যুত। একবার চলে গেলে আর আসে না কয়েক ঘণ্টার মধ্যেও। অফিসের জরুরি নম্বরে কিংবা নির্বাহী প্রকৌশলীকে একাধিক ফোন করলেও কোনো উত্তর মিলে না। যে কারণে পবিত্র রমজান মাসেও ভোগান্তির শেষ নেই হবিগঞ্জ শহরবাসীর। 

ঘনঘন বিদ্যুত বিভ্রাটের কারণে বাসা বাড়ির ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক সামগ্রী বিকল হচ্ছে। গত রোববার থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বিদ্যুতের অবস্থা ছিল ভয়াবহ। জজকোর্ট, চিফ জুডিসিয়াল কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, শায়েস্তানগর, রাজনগরসহ সবকটি এলাকায় বিদ্যুত একবার নিলে আসার নাম থাকে না। এতে অফিস আদালতসহ বাসা-বাড়ির কাজে ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। 


এ ব্যাপারে বিদ্যুত গ্রাহক ফোরামের সভাপতি আহমেদুল কবীর আজাদ জানান, গত কয়েকদিনের সীমাহীন বিদ্যুত বিভ্রাট অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এর প্রতিবাদে গ্রাহকরা একাধিকবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এভাবে চলতে থাকলে ভুক্তভোগী গ্রাহকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সময় টিভি

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির