লাখাই উপজেলায় কাল বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আব্দুল মতিন (৭০) নামে একব্যক্তির প্রাণহানির ঘটনাঘটেছে। সে
উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা, রোববার (৫মে ) রাতে ভয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এই ঘটনাঘটেছে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য অতুল প্রসাদ রায় বলেন ,মতিনের ঘর ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে বজ্রপাতে তিনি আহত হন, পরে পাশের ঘরে আশ্রয় নেয়ার পর তার মৃত্যু হয়,, এছাড়াও এ ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক কাঁচা আধাপাকা ঘর বাড়ি, সহস্রাধীক গাছপালা, সহ একটি হাঁসের খামারের ৩,শতাধিক হাঁসের বাচ্চার উপর টিন পড়ে মারাগেছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
,
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন , ঝড়ে ক্ষতিগস্ত আশ্রশন প্রকল্পের ঘর সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে ক্ষতিপূরন দেয়া হবে।