লাখাই উপজেলার ঝনঝনিয়া ব্রিজের নিকট থেকে রিবন রুপা দাস (৪০) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। ওই শিক্ষিকা ভরপূর্ণী গ্রামের শিক্ষক অজয় কুমার দাশের স্ত্রী ও ভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
আজ রবিবার, ১২ মে স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় একদল পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, লাশ উদ্ধারের সময় মৃতদেহের পাশে একাধিক বিষের বোতল পাওয়া গেছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বলা যাবে।