কক্সবাজারকে ঘিরে নানা স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু , তা বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী
- ১৯,মে,২০২২ ১১:৫৯ PM
ছবি: সংগৃহিত
গলায় মারাত্মক সমস্যা। এক মাস গান গাইতে পারবেন না সাহানা বাজপেয়ী। ফেসবুকে নিজের সমস্যার কথা জানান দুই বাংলার জনপ্রিয় এই সংগীতশিল্পী। এমনকি এই এক মাস সাহানার চিৎকার করা বা জোরে কথা বলাও বারণ।
ফেসবুকে সাহানা জানিয়েছেন, তাঁর কণ্ঠে হেমারেজ অর্থাৎ রক্তক্ষরণ হয়েছে। একটি স্ট্রোবোস্কোপিক পরীক্ষার মাধ্যমে একথা জানতে পেরেছেন তিনি। গায়িকার ঠিক হতে অন্তত এক মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে তিনি গান তো গাইতেই পারবেন না।
জোরে কথাও বলা বা চিৎকার করতে পারবেন না। একথা জানিয়ে সাহানা লেখেন, “দয়া করে আমায় সহ্য করে নিন, আমি নিজের এই নিশ্চুপ সত্ত্বাকে সহ্য করে নেব। নিজের এই দিকটি দেখতে দেখতে চাই! যাঁদের দেখে আমি চিৎকার করে থাকি বা করতে পারি, তাঁরা দয়া করে একটা দিন আমার থেকে দূরে থাকুন। আমিও কৃতজ্ঞ হয়ে দূরে থাকব।”
‘তাসের দেশ’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার জগতে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে নিজের সফর শুরু করেন সাহানা। ‘হাওয়া বদল’, ‘ষড়রিপু’, ‘রেনবো জেলি’, ‘কণ্ঠ’ থেকে সাম্প্রতিক ‘অল্প হলেও সত্যি’র মতো সিনেমাতেও গান গেয়েছেন তিনি। এছাড়াও তাঁর সোলো অ্যালবাম বাংলার সংগীতপ্রেমীদের বেশ পছন্দের। সেই তালিকায় আবার রয়েছে ‘যা বলো তাই বলো’, ‘মন বান্ধিবি কেমনে’র মতো অ্যালবাম।
উল্লেখ্য, তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণবের সাবেক স্ত্রী।