কর্মজগতের চাহিদা মাথায় রেখে শিক্ষার কারিকুলাম প্রণয়ন করতে হবে: শিক্ষামন্ত্রী
- ০৪,আগস্ট,২০২২ ০৭:২০ PM
যুগ পূর্তিতে স্মৃতির পাতায় পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ
- ২৬,জুলাই,২০২২ ০১:২২ PM
ছবি: সংগৃহিত
বিশ্ববদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে উপরেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন জানান, 'বিশ্ববিদ্যালয়ের অনেক ইউনিটে আসনসংখ্যা পূরণ না হওয়ায় নতুন করে আবার ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সব থেকে বেশি আসনসংখ্যা ফাঁকা রয়েছে সি ইউনিটে' বলে জানান তিনি। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর (২০২১) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।