সাবেক ছাত্রনেতা সৌরভের উদ্যোগে সাদিক আব্দুল্লাহর জন্মদিনে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ
- ০৫,ফেব্রুয়ারি,২০২৩ ০৩:৪৫ AM
ঢাবিতে দ্বিতীয় বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থীকে মুক্তির দাবি
- ০৫,ফেব্রুয়ারি,২০২৩ ০৫:৫১ AM
সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের মাইশা জান্নাত ।
আজ শুক্রবার দুপুর ২ টার দিকে হলে যাওয়ার সময় প্যারিস রোড এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে তার বন্ধু মাহমুদ সাকি বলেন, মাইশা কাজলা থেকে রিক্সা করে হলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে প্যারিস রোডে আসলে একটি বাইকে করে দুজন এসে মাইশার রিক্সা থামায়। এসময় ছিনতাইকারীরা মোবাইল, নগদ অর্থ সহ ব্যাগ ছিনতাই করে মটর সাইকেল যোগে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি ইতিমধ্যে অবহিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।