সাবেক ছাত্রনেতা সৌরভের উদ্যোগে সাদিক আব্দুল্লাহর জন্মদিনে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ
- ০৫,ফেব্রুয়ারি,২০২৩ ০৩:৪৫ AM
ঢাবিতে দ্বিতীয় বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থীকে মুক্তির দাবি
- ০৫,ফেব্রুয়ারি,২০২৩ ০৫:৫১ AM
সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক হলগুলো বাহারি রঙের সজ্জিত হলেও ব্যতিক্রম ছিল বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল। তবে শিক্ষার্থীদের সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে আলোকসজ্জা শুরু করে হল কর্তৃপক্ষ।
এই বিষয়ে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম হোসেন বলেন, আমরা যাকে লাইটিংয়ের কথা বলেছিলাম তারা সরবরাহ করতে পারেনি। এরমধ্যে আমরা বারবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, পরবর্তীতে তারা বলে আমাদের জনবল নেই। আজকে আমরা তাদের বলেছি যেকোনো ভাবে এই কাজ শেষ করতে হবে। এরপরে তারা এসে এই সাজসজ্জা কাজ শুরু করে।
ভুল স্বীকার করে প্রাধ্যক্ষ বলেন, বিজয় দিবসের আমাদের কাজগুলো বিভিন্নভাবে ভাগ করা ছিল। কিন্তু যে হাউজ টিউটরকে এ লাইটিংয়ের দায়িত্ব দেওয়া হয় তার সাথে আমার দুএকদিন যোগাযোগ হয়নি। ফলে এই সমস্যার সৃষ্টি হয়।
এই নিয়ে মাদার বখ্শ হলের শিক্ষার্থী হোসেন সাজ্জাদ বলেন, গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে তেমন জাঁকজমকপূর্ণ সাজসজ্জা হয় না। কিন্ত বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসে রাবির প্রতিষ্ঠানকালীন হলে এমন কাণ্ডজ্ঞানহীন কাজ গ্রহণযোগ্য নয়।