Connect with us

মিরর বিশেষ

চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর

শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে এক পাগলের উপরে হামলা।

Published

on

হবিগঞ্জের চুনারুঘাটে শিক্ষকের শরীরে ধাক্কা লাগায়  মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়েছেন ব্যবসায়ীসহ তিনজন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঃ নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান।

হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। কিন্তু কেন এমনটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিব শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে এক পাগলের। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পিটায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির