বশেমুরবিপ্রবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: 

Mar 16, 2023 - 16:57
 0  100
বশেমুরবিপ্রবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন বিভাগের শিক্ষার্থী মোসা. তামান্না খাতুনকে সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে ২০২৩-২০২৪ সালের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর-ই-আশরাফি, মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার, ফুড অ্যান্ড এগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. এস্তাদুজ্জামান জনি। 
ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন ইমরান,তুহিন, আব্দুল আলিম, মাহফুজ হোসাইন,রবিউল ইসলাম, তৌফিকুর রহমান,বিলকিস আক্তার বীথি, সেলিম রেজা, আনিসুর রহমান, সুমন রেজা, আল-ইমরান, আল মামুন, মাসুদ রানা, আসমা আফিয়া লিজা, অনিক, মাহফুজুর রহমান,মুশফিকুর,সেলিম রেজা।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম,শরিফুজ্জামান, ফারুক হোসেন, তোমিজ উদ্দিন, ফয়সাল আলী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ মোস্তফা,অদ্রিতা সানিয়া তন্নী, শামীম রেজা, রায়হান আলী রিপন,মামুনুর রশিদ। সাংগঠনিক সম্পাদক পদে আছেন দেলোয়ার হোসেন এবং আশিক রেজা।
যুগ্ম- সাংগঠনিক সম্পাদক পদে আছেন মোতালেব হোসাইন, শহিদুল ইসলাম এবং সিফাত আলী।


এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মুহা. ফাহীসুল হক ফয়সাল, অর্থ সম্পাদক হিসেবে খালিদ হোসেন, উপ অর্থ সম্পাদক হিসেবে জাহিদ হাসান, দপ্তর সম্পাদক হিসেবে মোখলেসুর রহমান হাসবোর, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মিলন মাহমুদ, খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে হারুন অর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ওয়াকিল আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আবু হুরায়রা নাইম, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে রোজলি খাতুন, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে শারমিন খাতুন, সাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে খাইরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান, আলোকচিত্র বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল কাদির নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মোসা: তামান্না খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে আরম্ভ করে গ্রাজুয়েট হওয়া পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ  জেলা হতে আগত প্রতিটি ছাত্র ছাত্রীর  কল্যাণে কাজ করার মুখ্য উদ্দেশ্য কে সামনে রেখেই জাতির পিতার নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা গোপালগঞ্জের বুকে একখন্ড চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ গড়ে উঠেছে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, আগত ছাত্রছাত্রী , শিক্ষক কর্মকর্তা সকলের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব স্থাপন, ছাত্র-ছাত্রীদের মাঝে সামাজিক নেতৃত্ব গড়ে তোলা সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ছাত্র-ছাত্রীদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন উৎপত্তি করতেই এ সংগঠনটির যাত্রা।সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের অবকাঠামো ধারণ করে প্রতিনিয়ত বিভিন্ন ছাত্রকল্যাণ ও জনস্বার্থমূলক কার্যক্রমই আমাদের এ সংগঠনটির মূল লক্ষ্য

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow