লাখাই উপজেলায় তক্ষক ক্রয় বিক্রয়কালে ৩টি তক্ষক উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন:- বি-বাড়ীয়ার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মোনছব আলীর ছেলে ফিরোজ মিয়া (৩৫) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলারপাড় গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ( ৪৫)। গত শুক্রবার দিবাগত রাতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই)শৈলেশ চন্দ্র দাশ, মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্স উপজেলার মোড়াকরি পশ্চিমপাড়া অভিযান চালিয়ে ৩টি তক্ষকসহ উল্লেখীত আসামীদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যান্য আসামী পালিয়ে যায়।
এব্যাপারে কথা হলে (এসআই)শৈলেশ চন্দ্র দাশ বলেন, তক্ষক ৩ টি থানার হেফাজতে রয়েছে, আদালতে আবেদন করা হয়েছে, তক্ষক গুলোকে যেন জেলা বণ্যপ্রাণী অধিদপ্তর নিয়ে যায়। পুলিশের ধারনা তক্ষক গুলো ক্রয় বিক্রির উদ্দেশ্য মোড়াকরি নিয়ে আসা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করে আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
।