ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রসূতি সেবায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় পিঠা রান্না করছেন কয়েকজন নার্স। একই সময়ে পাশের কক্ষে সিজারিয়ান অপারেশন চলছিল।
সেবাগ্রহীতারা অভিযোগ করেছেন, অপারেশন থিয়েটারে নার্স, রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধ যাতায়াত সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করছে। দীর্ঘদিন ধরেই এসব অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা গেছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রৌকন উদ দৌলা বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্না কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে এককটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।